• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেই ভুয়া সচিবের বিরুদ্ধে মামলা করবেন প্রিন্স মুসা 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৮:১৪ পিএম
সেই ভুয়া সচিবের বিরুদ্ধে মামলা করবেন প্রিন্স মুসা 

ধনকুবের প্রিন্স মুসা বিন শমসের বলেছেন, “মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের একজন💫 মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। এ ভুয়া অতিরিক্ত সচিবের বিরুদ্ধে বিরুদ্ধে 𓂃মামলা করবো।”

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ে যান মুস𝔍া বিন শমসের। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তিন𝕴ি ডিবি কার্যালয় থেকে বের হন। এরপর সাংবা🥂দিকদের প্রশ্নের জবাবে মুসা বিন শমসের এসব কথা বলেন।

মুসা বিন শমসের বলেন, “একজন ফ্রড (প্রতারক) লোক অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছিল। আমার সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছিল এবং সে মাঝে মাঝে আমার সঙ্গে বসে ঊর্ধ্বতন লোকদের সঙ্গে কথা বলতো। তাদের মধ্যে আইজিপি, আ𝄹র্মির জেলারেলসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতো। আমার বিশ্বাস ছিল যে, সে (আব্দুল কাদের) অতিরিক্ত সচিব। কিন্তু পরে প্রমাণিত হলো, সে অতিরিক্ত সচিব না, সে একজন ভুয়া অতিরিক্ত সচিব। পরে তাকে বের করে দিলাম আমি।”

প্রিন্স মুসা বলেন, “ডিবি আমাকে আব্দুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি যা যা জানি সব🎶কিছু স্পষ্ট বলেছি। আমার বক্ত্যব্যে ডিবি পুলিশ সন্তুষ্ট।”

আইন উপদেষ্টা পꦰরিচয় দেওয়ার বিষয়ে মুসা বিন শমসের বলেন, “আ🍃ব্দুল কাদের মিথ্যা কথা বলেছে। সে আমার আইন উপদেষ্টা ছিল না।”

এদিকে তার সঙ্গে বিভিন্ন সময়ে ছবি তোলার বিষয়ে ধনকুবের মুসা বলেন, “আমার সঙ্গে অ🎐নেক লোক এসে ছবি তোলে। কেউ ছবি তুলতে চাইলে আমি তাকে না করতে পারি না। আমার ছবি দেখিয়ে যদি কেউ প্🉐রতারণা করে, সেটার দায়-দায়িত্ব আমি নিতে পারি না।”

প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে ২০ কোটি টাকার চেকের লেনদেনের তথ্য পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, &l♉dq𒀰uo;ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি।”

এর আগে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর ও 🀅গুলশান থেকে ভুয়া অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মহানগ🐈র গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আসামিরা ⭕৩৩ জন মন্ত্রী-𒆙এমপি ও সচিবের নাম ভাঙিয়ে নানা কৌশলে প্রতারণা করতেন বলে জানায় ডিবি।

Link copied!